গোকিও
গোকিও (নেপালি ভাষায়: गोक्यो), গোকিও রি (গোকিও শৃঙ্গ, ৫৩৫৭ মি)'র পাদদেশে এবং গোকিও নদীর (দুধ পোখরি) পূর্ব তীরে নেপালের হিমালয়ে সলুখুম্বু জেলার একটি ছোট গ্রাম। এই গ্রামটি ৪৭৫০মি(১৫,৫৮০ফিট) উচ্চতায়[১] কয়েকটি ঘর(হাট) মাত্র নিয়ে এটি একটি ছোট স্থান এবং নেপালের ও সমগ্র বিশ্বের সর্বোচ্চ জনবসতিগুলির একটি; তবে এখানে স্থায়ীভাবে বছরের সব সময় লোকজন থাকে না, শুধুমাত্র ট্রেকিং এর ঋতুতে অস্থায়ী কিছু ঘর মূলত ট্রেকারদের থাকা ও খাদ্য সরবরাহের জন্য ব্যবহৃত হয়। গ্রামটি গুগল আর্থ-এ ২৭°৫৭′১৬″ উত্তর ৮৬°৪১′৪৩″ পূর্ব / ২৭.৯৫৪৪৪° উত্তর ৮৬.৬৯৫২৮° পূর্ব সব থেকে ভাল দেখা যায়; এর দক্ষিণে চারচুং গ্রাম।
গোকিও गोक्यो | |
---|---|
গ্রাম | |
নেপালে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৭°৫৭′১৬″ উত্তর ৮৬°৪১′৪৩″ পূর্ব / ২৭.৯৫৪৪৪° উত্তর ৮৬.৬৯৫২৮° পূর্ব | |
দেশ | নেপাল |
অঞ্চল | সাগরমাতা এলাকা |
জেলা | সোলুখুম্বু জেলা |
VDC | খুমজুং |
উচ্চতা | ৪,৭৫০ মিটার (১৫,৫৮০ ফুট) |
সময় অঞ্চল | নেপালি সময় (ইউটিসি+৫:৪৫) |
১৯৯৫ তে, তুষারঝড়ে ১৭জন বিদেশি সমেত (১৩ জন জাপানি, দুজন কানাডীয়, একজন আইরিশ মহিলা এবং একজন জার্মান) মোট ৪২জন মারা যান। তার আগের সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ভয়ানক ঝড়ের কারণে ৬ফুট জমা বরফ তুষারঝড়ের সম্ভাবনা আরো বাড়িয়ে দেয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Reynolds, Kev (২৩ এপ্রিল ২০১২)। Everest: A Trekker's Guide: Trekking Routes in Nepal and Tibet (ইংরেজি ভাষায়)। Cicerone Press Limited। পৃষ্ঠা 151। আইএসবিএন 978-1-84965-480-7। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১২।
- ↑ "The Gokyo Avalanche of November 1995" (ইংরেজি ভাষায়)। caingram.info। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৪।