কসবা উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
অবয়ব
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AK Azad Nakir (আলোচনা | অবদান) ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা |
AK Azad Nakir (আলোচনা | অবদান) ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা |
||
৮২ নং লাইন: | ৮২ নং লাইন: | ||
ব্রাক, আশা, গ্রামীন ব্যাংক, মোখলেছুর রহমান ফাউন্ডেশন এনজিওদের মধ্যে অন্যতম। |
ব্রাক, আশা, গ্রামীন ব্যাংক, মোখলেছুর রহমান ফাউন্ডেশন এনজিওদের মধ্যে অন্যতম। |
||
;হাট-বাজার ও মেলা: |
;হাট-বাজার ও মেলা: |
||
* কুটি বাজার, কসবা বাজার, নয়নপুর বাজার, সালদানদী বাজার, মন্দবাগ বাজার, গোপীনাথপুর বাজার, চন্ডীদ্বার |
* কুটি বাজার, কসবা বাজার, নয়নপুর বাজার, সালদানদী বাজার, মন্দবাগ বাজার, গোপীনাথপুর বাজার, চন্ডীদ্বার বাজার। |
||
* বালিয়াহুড়া বাজার, অষ্টজঙ্গল বাজার, কোল্লাপাথর-সাগরতলা বাজার। |
* বালিয়াহুড়া বাজার, অষ্টজঙ্গল বাজার, কোল্লাপাথর-সাগরতলা বাজার। |
||
* মাদলা বাজার, বায়েক চৌমুহনী বাজার, কায়েমপুর বাজার, মঈনপুর বাজার , কালতা বাজার, শাহপুর বাজার। |
* মাদলা বাজার, বায়েক চৌমুহনী বাজার, কায়েমপুর বাজার, মঈনপুর বাজার , কালতা বাজার, শাহপুর বাজার। |
১১:১৬, ৩ মার্চ ২০১৭ তারিখে সংশোধিত সংস্করণ
কসবা উপজেলা | |
---|---|
স্থানাঙ্ক: ২৩°৪৪′১৬″ উত্তর ৯১°৯′৪৮″ পূর্ব / ২৩.৭৩৭৭৮° উত্তর ৯১.১৬৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
জনসংখ্যা | |
• মোট | ৩,৫৭,৯৬১ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১২ ৬৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কসবা উপজেলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন
কসবা উপজেলার উত্তরে আখাউড়া উপজেলা ও ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা, দক্ষিণে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা, পশ্চিমে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলা ও পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।
ইতিহা
প্রশাসনিক বিন্যাস
এই উপজেলাটি ১০ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা, ৯০ টি ইউপি ওয়ার্ড, ১৫২ টি মৌজা ও ২৩৭ টি গ্রাম নিয়ে গঠিত।
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার মোট লোকসংখ্যা ৩,১৯,২২১ জন।
শিক্ষা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার শিক্ষার হার ৫০.৭% এবং সাক্ষরতার হার ৭৫%। এখানে রয়েছেঃ
- প্রাথমিক বিদ্যালয় - ২১৪টি;
- মহাবিদ্যালয় - ৮টি;
- উচ্চ বিদ্যালয় - ৩৯টি;
- জুনিয়র বিদ্যালয় - ২টি;
- মাদ্রাসা - ২৩টি।
স্বাস্থ্য
স্বাস্থ্য সেবাদানের জন্য রয়েছেঃ
- উপজেলা স্থাস্থ্য কেন্দ্র - ১টি;
- জন্ম নিয়ন্ত্রন কেন্দ্র - ৫টি;
- কমিউনিটি ক্লিনিক - ২টি;
- স্যাটেলাইট ক্লিনিক - ৬৪টি;
- পশু চিকিৎসা কেন্দ্র - ১টি;
- দাতব্য চিকিৎসা কেন্দ্র -? টি;
- কৃত্রিম প্রজনন কেন্দ্র - ১টি।
কৃষি
এখানকার প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ কৃষক।
- প্রধান ফসলঃ ধান, গম, বিভিন্ন ধরনের সব্জী।
- লুপ্ত বা লুপ্ত প্রায় শষ্যাদিঃ কাউন, আউস ও আমন ধান, পাট ও অড়হর ডাল।
- প্রধান ফলঃ কলা, কাঁঠাল, আম, জাম।
অর্থনীতি
- কুটির শিল্প - মৃৎ শিল্প, সূচী-শিল্প।
- রপ্তানী পণ্য - শাক-সব্জী।
যোগাযোগ ব্যবস্থা
- সড়ক পথঃ ১০৫ কিলোমিটার;
- নৌ- পথঃ? নটিক্যাল মাইল;
- রেল পথঃ ১৮কিলোমিটার।
কৃতী ব্যক্তিত্ব
- এডভোকেট সিরাজুল হক বাচ্চু - প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ ও সংবিধানপ্রণেতা। মহান স্বাধীনতা অান্দোলনের অন্যতম সংগঠক।
- মরহুম হযরত গোলাম হাক্কানী (রঃ) - আড়াইবাড়ীর প্রখ্যাত আলেম , ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন ইসলামি জ্ঞানচর্চায় একজন নিবেদিতপ্রাণ ও সমাজসেবক। মরহুম হযরত মাওলানা আসগর আহমদ (রঃ) এর সন্তান।
- তোফাজ্জল হোসেন (টি.অালী) - বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবি।
- মিয়া অাব্দুল্লাহ ওয়াজেদ - বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য। নকল নির্মূল কমিটির চেয়ারম্যান।
- আনিছুল হক - রাজনীতিবিদ, আইন মন্ত্রী; এডভোকেট সিরাজুল হক বাচ্চু' র সুযোগ্য সন্তান।
- সৈয়দ আব্দুল হাদী - বিশিষ্ট সংগীত শিল্পী।
- খন্দকার আশোক শাহ - উনি ছিলেন সুফি সাধক, যিনি বাংলাদেশে এসেছিলেন ইয়েমেন থেকে ধর্ম প্রচারের জন্য। উনি শায়িত আছেন গোপীনাথ পুর গ্রামের মধ্য পাড়ায়। বীর মুক্তি যোদ্দা, চিকিৎসক, বিশিষ্ট রাজনীতিবিদ, সংস্ক্রিতিক ব্যাক্তিত্ব, জ্ঞান সাধক ও সুফি সাধক, ডঃএম.এ. রহমান উনার বংশ ধর।
- আল্লামা শায়খুল বাঙ্গাল (রাহ্) - বিশিষ্ট আলেমে দ্বীন জীবন নিবেদিত মোবাল্লিগ-ইসলাম প্রচারক, বুজুর্গ সুফি সাধক।[১]
- ডঃ এম. এ. রহমান - চিকিৎসক, বীর মুক্তি যোদ্দা, বিশিষ্ট রাজনীতিবিদ, সংস্ক্রিতিক ব্যাক্তিত্ব জ্ঞান সাধক ও সুফি সাধক।
- হযরত একিন আলী শাহ (রঃ) - ইসলাম ধর্ম প্রচারে আরবদেশ হতে আগত একজন প্রখ্যাত অলি। তিনি হযরত শাহ জালাল (রঃ) এর অন্যতম সহযোগী ছিলেন। বায়েক ইউনিয়নের হযরত একিন আলী শাহ মাদরাসার পাশে তিনি শায়িত আছেন।
বিবিধ
- এনজিও
ব্রাক, আশা, গ্রামীন ব্যাংক, মোখলেছুর রহমান ফাউন্ডেশন এনজিওদের মধ্যে অন্যতম।
- হাট-বাজার ও মেলা
- কুটি বাজার, কসবা বাজার, নয়নপুর বাজার, সালদানদী বাজার, মন্দবাগ বাজার, গোপীনাথপুর বাজার, চন্ডীদ্বার বাজার।
- বালিয়াহুড়া বাজার, অষ্টজঙ্গল বাজার, কোল্লাপাথর-সাগরতলা বাজার।
- মাদলা বাজার, বায়েক চৌমুহনী বাজার, কায়েমপুর বাজার, মঈনপুর বাজার , কালতা বাজার, শাহপুর বাজার।
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ' সিরাতে হযরত শায়খুল বাঙ্গাল (রাহ্) '- কাজি এ,বি সিদ্দিক হাজারী; উপজেলা - রায়পুরা, জেলা - নরসিংদী। প্রকাশকালঃ ২১ ফেব্রুয়ারী ২০১২ ইং ।
বহিঃসংযোগ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |