বিষয়বস্তুতে চলুন

নাজির আহমদ কাসেমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

মুফতি নাজির আহমদ কাসেমি
উপাধিদারুল উলুম রহিমিয়া-এর প্রধান মুফতি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1965-06-01) ১ জুন ১৯৬৫ (বয়স ৫৯)
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
যেখানের শিক্ষার্থীদারুল উলুম দেওবন্দ

নাজির আহমদ কাসেমি (نذیر احمد قاسمی; জন্ম: ১লা জুন ১৯৬৫) একজন কাশ্মীরি সুন্নি ইসলামী পণ্ডিত, বিচারক এবং দারুল উলুম রাহিমিয়াহ এর প্রধান মুফতি।[]

জীবনী

নাজির আহমদ কাসেমি ১৯৬৫ সালের ১ জুন কিশ্তওয়ারের বঞ্জওয়াতে জন্মগ্রহণ করেন।[] তিনি দেওবন্দের আসগরিয়া মাদ্রাসায় কুরআন মুখস্থ করেন এবং মুজফ্ফরনগরের খাদিমুল উলুম মাদ্রাসায় আরবি ভাষার প্রাথমিক বই অধ্যয়ন করেন।[] তিনি দারুল উলুম দেওবন্দ থেকে ১৪০৪ সালে ঐতিহ্যবাহী দারসে নিজামী কোর্সে স্নাতক হন এবং এরপর এক বছরের জন্য ইফতা অধ্যয়ন করেন। তিনি পাটনার ইমরাতে শরিয়াতে ইসলামি আইনে বিশেষজ্ঞ ছিলেন।[] তার শিক্ষকদের মধ্যে রয়েছেন আব্দুল হক আজমি, সাঈদ আহমদ পালনপুরী এবং রিয়াসাত আলী বিজনুরি[]

পড়াশোনা শেষ করে তিনি দারুল উলুম রাহিমিয়ায় শিক্ষকতা শুরু করেন।[] তিনি সেখানে প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন।[] তিনি "অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড"-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং জম্মু ও কাশ্মীরের "মজলিসে ফিকহী"-এর সাধারণ সম্পাদক।[] তার ফতওয়া (ইসলামী আইন ভিত্তিক প্রশ্নোত্তর) গ্রেটার কাশ্মীরের (কাশ্মীরের একটি দৈনিক পত্রিকা) একটি সহ-প্রকল্প "কাশ্মীর উজমা"-তে প্রতি শুক্রবার নিয়মিত প্রদর্শিত হয়।[]

বিভিন্ন ইসলামী রায়

২০১৭ সালের জুলাই মাসে কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী এক সম্মেলনে "পরিবেশ সংরক্ষণ ও ধর্মের ভূমিকা" ভাষণে তিনি বলেন,

জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সংরক্ষণ সমস্ত মানবজাতির জন্য একটি ধর্মীয় বাধ্যবাধকতা এবং পালন না করা সৃষ্টিকর্তার করুণার বিরুদ্ধাচরণ।[]

উর্দু ভাষা সম্পর্কে তিনি বলেন,

"উর্দু ভাষায় শিক্ষা, লেখা এবং দক্ষতা অর্জন করা এখানের (কাশ্মীর) সব মুসলমানদের উপর একটি ধর্মীয় বাধ্যবাধকতা।"[]

রচনাবলি

তার রচনাবলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:[]

  • মির্জা কাদিয়ানি কে ঝুট
  • মির্জা কাদিয়ানা না মাহদী না মাসীহ
  • মির্জাইয়্যাত কা রদ্দ - উসূল আওর তরিকায়ে বেহস
  • ইসলাম আওর এইডস সে তাহাফফুজ কা তরীকাহ

গ্রন্থপঞ্জি

  • আফতাব গাজী কাসেমি; আব্দুল হাসিব কাসেমি। "মুফতি নাজির আহমদ কাশ্মীরি"। ফুজালায়ে দেওবন্দ কী ফিকহী খিদমাত (ইসলামী আইনশাস্ত্রে দেওবন্দের স্নাতকদের সৌজন্যে) (উর্দু ভাষায়) (ফেব্রুয়ারি ২০১১) দেওবন্দ: কুতুবখানায়ে নাজিমিয়া। পিপি:৪২০-৪২১

তথ্যসূত্র

  1. "Mufti Nazir for social reformist groups"Greater Kashmir (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৩-১৩। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  2. Aftāb Ghāzi Qāsmi; Abdul Haseeb Qāsmi। Fuzala-e-Deoband Ki Fiqhi Khidmat [Services of the Graduates of Deoband in Islamic Jurisprudence] (Urdu ভাষায়) (February 2011 সংস্করণ)। পৃষ্ঠা 420-421। 
  3. "Mufti Nazir Qasmi to deliver Friday sermon at Qamarwari"Greater Kashmir (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  4. "CUK's 2-day international conference on conservation and role of religion begins"Kashmir Vision। ৬ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 
  5. Faiz Qāziābādi। Madāris awr Urdu [Madrassas and Urdu] (Urdu ভাষায়) (2019 সংস্করণ)। Delhi: Kitabi Dunya। পৃষ্ঠা 345। আইএসবিএন 978-93-84271-27-5