ফুলপুর পৌরসভা
অবস্থান
ফুলপুর পৌরসভা ময়মনসিংহ জেলা শহর হইতে ৩৭ কিঃমিঃ উত্তরে অবস্থিত। উত্তরে হালুয়াঘাট উপজেলা , দক্ষিণে তারাকান্দা উপজেলা, পূর্বে পূর্বধলা উপজেলা এবং পশ্চিমে নকলা উপজেলা। ফুলপুর পৌর এলাকার মধ্যদিয়ে অতিক্রম করেছে হালুয়াঘাট-ঢাকা মহাসড়ক এবং শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক। ফুলপুর পৌর এলাকার মাধ্য দিয়ে অতিক্রান্ত সড়কটি রাজধানী ঢাকাসহ গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর ও কিশোরগঞ্জ ভৈরব পর্যন্ত বিস্তৃত। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও অন্যান্য সংযোগ সড়কের মাধ্যমে ফুলপুর পৌরসভা দেশের সকল জেলা ও উপজেলার সাথে সংযুক্ত হয়েছে।
অর্থনীতি
ফুলপুর পৌর এলাকাতে প্রচুর পরিমাণ মৌসুমী ফসল চাষ হয়। যা এখানকার স্থানীয় চাহিদা পুরনের পর দেশের অন্যান্য অঞ্চলে রপ্তানি করা হয়ে থাকে। এছাড়া পৌর এলাকায় অনেক ফল বাগান রয়েছে, যা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে।
ইতিহাস
পরিবহন ও যোগাযোগ
পোস্ট অফিস/সাব পোঃ অফিস :০৩ টি।
জনসংখ্যা ও নির্বাচনিক তথ্য
- লোক সংখ্যার ঘনত্ব: ১,৮৪৮ (প্রতি বর্গ কিলোমিটারে)
- মোট ভোটার সংখ্যা: ২,৪৫,৬৪৪ জন
- পুরুষভোটার সংখ্যা: ১,১৭,৫৪০ জন
- মহিলা ভোটার সংখ্যা: ১,২৮,১০৪ জন
- বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার = ১.৩০%
- মোট পরিবার(খানা) = ৮২,৯৭০ টি
- নির্বাচনী এলাকা :১৭৪ ময়মনসিংহ-২ ফুলপুর উপজেলা
প্রশাসনিক এলাকা
ফু্লপুর পৌরসভায় ১২টি ওয়ার্ড রয়েছে।এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ফুলপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৩০০ টি নির্বাচনি এলাকার ১৭৪ নং আসন ময়মনসিংহ-২ এর অংশ।
ধর্ম
- এতিমখানা : ০৩ টি।
- মসজিদ: ৫১ টি।
- মন্দির: ১৩ টি।
বাণিজ্য
প্রধান বাজার হচ্ছে আমুয়াকান্দা;
- হাট-বাজার: ০৫টি
- ব্যাংক শাখা: ০৭ টি
- পশুর হাট:০৪ টি
সিনেমা হল
- নাম:- উত্তরা সিনেমা হল।
ফুলপুর উপজেলায় একটি সিনেমা হল রয়েছে যেটির অবস্থান পৌর এলকার আমুয়াকান্দা গ্রামে।
চিকিৎসা
পৌর এলাকায় ০১ টি সরকারি হাসপাতাল ও ০৫টি বেসরকারি ক্লিনিক রয়েছে।
দর্শনীয় স্থান
- পদ্মবিল
- আমুয়াকান্দা জামে মসজিদ
- সাহাপাড়া মন্দির
শিল্প
- কুটির শিল্প:৩৪টি
- বৃহৎ শিল্প: ০২টি