২০২৩–২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
বিবরণ | |
---|---|
তারিখ | বাছাইপর্ব: ২৭ জুন – ৩০ অগাস্ট ২০২৩ মূল প্রতিযোগিতা: ১৯ সেপ্টেম্বর ২০২৩ – ১ জুন ২০২৪ |
দল | মূল প্রতিযোগিতা: ৩২ মোট: ৭৮ (৫৩টি অ্যাসোসিয়েশন থেকে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | রিয়াল মাদ্রিদ |
রানার-আপ | বরুশিয়া ডর্টমুন্ড |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১২৫ |
গোল সংখ্যা | ৩৭৫ (ম্যাচ প্রতি ৩টি) |
দর্শক সংখ্যা | ৬৫,১১,১৯১ (ম্যাচ প্রতি ৫২,০৯০ জন) |
শীর্ষ গোলদাতা | হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ) কিলিয়ান এম্বাপ্পে (পারি সাঁ-জেরমাঁ) ৮ গোল |
'২০২৩–২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হল ইউরোপের ক্লাব ফুটবলের প্রতিযোগিতা, উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৬৯তম আসর, যা উয়েফা কর্তৃক আয়োজিত হয়ে থাকে। এই আসরের ফাইনাল ইংল্যান্ডের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম এ অনুষ্ঠিত হবে।[১]
২০২৩-২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী দল স্বয়ংক্রিয়ভাবে ২০২৪-২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লীগ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে এবং ২০২৩-২৪ উয়েফা ইউরোপা লিগের বিজয়ীদের বিরুদ্ধে ২০২৪ উয়েফা সুপার কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। পাশাপাশি বিজয়ী দলটি নতুন প্রবর্তিত ২০২৪ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য সম্প্রসারিত ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার জন্যও যোগ্যতা অর্জন করবে।
এই আসরটি গ্রুপ পর্বে ৩২ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিন্যাসের শেষ মৌসুম, যেহেতু উয়েফা পরবর্তি মৌসুম থেকে একটি নতুন সম্প্রসারিত বিন্যাস চালু করার ঘোষণা করেছে।[২]
ম্যানচেস্টার সিটি এই প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যারা বিগত আসরে তাদের প্রথম শিরোপা জিতেছে।
তথ্যসূত্র
- ↑ "Champions League final hosts for 2021, 2022, 2023 and 2024"। UEFA। ২৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২২।
- ↑ "UEFA approves final format and access list for its club competitions as of the 2024/25 season"। UEFA.com। ১০ মে ২০২২। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২৩।