ইনফিনিটি পাথর
ইনফিনিটি পাথর | |
---|---|
প্রকাশনার তথ্য | |
প্রকাশক | মার্ভেল কমিক্স |
প্রথম আবির্ভাব | সোল পাথর: মার্ভেল প্রিমিয়ার #১ (এপ্রিল ১৯৭২); মাইন্ড পাথর: ক্যাপ্টেন মার্ভেল #৪১ (নভেম্বর ১৯৭৫); পাওয়ার ও টাইম পাথর: মার্ভেল টিম-আপ #৫৫ (মার্চ ১৯৭৭); সকল ছয়টি পাথর: অ্যাভেঞ্জার্স বার্ষিক #৭ (১৯৭৭)। ইনফিনিটি গন্টলেট হিসেবে: দ্য সিলভার সালফার ভলি. ৩ #৪৪ (ডিসেম্বর ১৯৯০) |
কাহিনীতে তথ্য | |
ধরন | Jewels |
ফিচার করা কাহিনীর উপাদান | Adam Warlock; Thanos |
ইনফিনিটি পাথর বা ইনফিনিটি জেমসগুলি (শুরুতে সোল জেমস এবং পরবর্তীতে ইনফিনিটি স্টোন্স হিসেবে উল্লেখ করা হয়) হলো মার্ভেল কমিক্সে আবির্ভূত ছয়টি রত্নপাথর। এই ছয়টি পাথরগুলি হলো মাইন্ড (মন), পাওয়ার (শক্তি), রিয়ালিটি (বাস্তবতা), সোল (আত্মা), স্পেস (স্থান) এবং টাইম (সময়) পাথর।
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম তিনটি পর্যায়ে এই পাথরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে এইগুলিকে ইনফিনিটি স্টোন্স হিসেবে উল্লেখ করা হয়। পরিচালক জেমস গান গার্ডিয়্যান্স অফ দ্য গ্যালাক্সি চলচ্চিত্রে স্টোন্সগুলির পূর্বকাহিনি তৈরি করেন, যেখানে দ্য কালেক্টর ব্যাখ্যা করেন কীভাবে মহাবিস্ফোরণের পূর্বে বিদ্যমান থাকা ছয়টি অনন্য শক্তির অবশিষ্টাংশ ছিল এইগুলি। এই শক্তিগুলিকে মহাবিশ্বের শুরুর পরবর্তীতে মহাজাগতিক সত্ত্বাদের দ্বারা বস্তুতে রূপান্তরিত করা হয় এবং মহাবিশ্বের চারিদিকে ভাগ করে দেওয়া হয়।[১][যাচাইকরণ ব্যর্থ হয়েছে]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Taylor, Drew (জুলাই ৩১, ২০১৪)। "'Guardians Of The Galaxy' Director James Gunn Discusses Working With Joss Whedon, Sequels, Marvel 'Risks' & More"। The IndieWire। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মার্ভেল ইউনিভার্স উইকিতে ইনফনিটি জেমস