কার্ল বেঞ্জ
অবয়ব
কার্ল ফ্রেডরিখ বেঞ্জ | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
নাম | কার্ল ফ্রেডরিখ বেঞ্জ |
জাতীয়তা | জার্মান |
জন্ম তারিখ | ২৫ নভেম্বর ১৮৪৪ |
জন্মস্থান | Mühlburg (কর্লসরুহে) |
মৃত্যুর তারিখ | ৪ এপ্রিল ১৯২৯ | (বয়স ৮৪)
মৃত্যুর স্থান | Ladenburg |
শিক্ষা | কর্লসরুহে ইন্সটিটিউট অব টেকনোলজি |
দাম্পত্য সঙ্গী | Bertha Ringer |
পিতামাতা | Johann George Benz (Father), Josephine Vaillant (Mother) |
সন্তান | 5, Eugen, Richard, Clara, Ellen, Thilde |
কর্মজীবন | |
গুরুত্বপূর্ণ প্রকল্প | মার্সিডিজ বেঞ্জ স্থাপিত করেছে |
গুরুত্বপূর্ণ নকশা | Benz Patent Motorwagen |
গুরুত্বপূর্ণ অগ্রগতি | gasoline-powered automobile |
কার্ল ফ্রেডরিখ বেঞ্জ (ইংরেজি: Karl Friedrich Benz) (জন্ম: ২৫ই নভেম্বর, ১৮৪৪ – ৪ঠা এপ্রিল, ১৯২৯) একজন জার্মান যন্ত্রপ্রকৌশলী এবং মোটরগাড়ির প্রকৌশলী ছিলেন। তিনি গ্যাসোলিনের সাহায্যে চালিত মোটরগাড়ির উদ্ভাবক হিসেবে বিখ্যাত। তিনি ও বার্থা বেঞ্জ যৌথভাবে মোটর গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান মার্সেডিজ-বেঞ্জ স্থাপন করেন। ১৮৮৬ সালে তিনি প্রথম গাড়ির পেটেন্ট লাভ করেন।