গুগল কিপ
অবয়ব
উন্নয়নকারী | গুগল |
---|---|
প্রাথমিক সংস্করণ | ২০ মার্চ ২০১৩ |
অপারেটিং সিস্টেম | অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব |
ওয়েবসাইট | www |
গুগল কিপ (ইংরেজি: Google Keep) গুগলের ডেভেলপ করা নোট বা চিরকুট রাখার একটি অ্যাপ্লিকেশন। গুগল কিপ ২০১৩ সালের ২০ মার্চ অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অপারেটিং সিস্টেম এবং ওয়েব অ্যাপ্লিকেশান হিসেবে অবমুক্ত করা হয়। ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত এটি গুগল প্লে থেকে প্রায় ৫০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
বৈশিষ্ট্য সমূহ
[সম্পাদনা]গুগল কিপে যে ফিচার বা বৈশিষ্ট্যগুলো আছে তা হলো কালার কোডিং নোট, ছবি রাখা, লিস্ট তৈরি করা, জিও-ফেন্সিং, নোট শেয়ার করা ও রঙের মাধ্যমে খোঁজা।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Why you should use google keep"। Lifehacker.com। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪।
- ↑ "Google Keep now lets you share lists with friends and family, filter notes by attributes"। venturebeat.com। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪।