রাজবাড়ী-১
অবয়ব
রাজবাড়ী-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | রাজবাড়ী জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
রাজবাড়ী-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রাজবাড়ী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২০৯নং আসন।
সীমানা
[সম্পাদনা]রাজবাড়ী-১ আসনটি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে কাজী কেরামত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | কাজী কেরামত আলী | ১,৪১,৫৬১ | ৫৯.৯ | +১৬.৯ | ||
বিএনপি | আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম | ৮৩,৯৩৩ | ৩৫.৫ | -১২.৭ | ||
জাকের পার্টি | মোঃ আলী জাকির শমসের ডাব্লিউ মোল্লা | ৮,৯৬৪ | ৩.৮ | +৩.৭ | ||
বিকেএ | মোঃ হাবিবুর রহমান | ১,১৯০ | ০.৫ | প্র/না | ||
তরিকত ফেডারেশন | আসাদুজ্জামান শেলিম | ৩৪৬ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ কল্যাণ পার্টি | এসএম শরিফুল ইসলাম | ৩০২ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৭,৬২৮ | ২৪.৪ | +১৯.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৩৬,২৯৬ | ৮৮.৫ | +১৮.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম | ৯৫,২৬৬ | ৪৮.২ | +২৩.৭ | ||
আওয়ামী লীগ | কাজী কেরামত আলী | ৮৫,০৫৭ | ৪৩.০ | +৭.৮ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ এমদাদুল হক বিশ্বাস | ১৪,৮৪৩ | ৭.৫ | প্র/না | ||
ওয়ার্কার্স পার্টি | জয়ন্তী শংকর ঝাঁতু | ১,৬৮০ | ০.৯ | প্র/না | ||
জাতীয় পার্টি | ইমান-উল-করিম | ২৩২ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | কাজী মনিরুল আমিন | ১৭১ | ০.১ | প্র/না | ||
জাকের পার্টি | মোঃ জায়েদুল ইসলাম জোয়াদ্দার | ১৫৬ | ০.১ | +৩.৯ | ||
দেশপ্রেম পার্টি | মার্শাল শাহ আলম | ৯৯ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি | মোঃ রকিব উদ্দিন | ৭৫ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,২০৯ | ৫.২ | −১.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৯৭,৫৭৯ | ৬৯.৬ | −১০.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | কাজী কেরামত আলী | ৫১,৯৬৫ | ৩৫.২ | ||
জাতীয় পার্টি | গোলাম মোস্তফা | ৪২,৮৮১ | ২৯.১ | ||
বিএনপি | জাহানারা বেগম | ৩৬,২২২ | ২৪.৫ | ||
জাকের পার্টি | মোঃ জায়েদুল ইসলাম জোয়াদ্দার | ৫,৯২৪ | ৪.০ | ||
জামায়াতে ইসলামী | মোঃ আবদুর রব মোল্লা | ৫,৩৮৫ | ৩.৬ | ||
ওয়ার্কার্স পার্টি | মঞ্জুরুল আলম | ২,৮১৬ | ১.৯ | ||
বিকেএ | আমজাদ হোসেন জোয়াদ্দার | ৮১৫ | ০.৬ | ||
ইসলামী ঐক্য জোট | আব্দুল হান্নান মোল্লা | ৭৫২ | ০.৫ | ||
স্বতন্ত্র | মোঃ ইন্দাদুল হক বিশ্বাস | ৪০৩ | ০.৩ | ||
ফ্রিডম পার্টি | মোঃ ওয়ালিউর রহমান | ৩৯৫ | ০.৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৯,০৮৪ | ৬.২ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৭,৫৫৮ | ৭৯.৬ | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
মো। আব্দুল ওয়াজেদ চৌধুরী সাংসদ থাকা অবস্থায় মারা যান[৯] ১৯৯২ সালের অক্টোবরের উপ-নির্বাচনে কাজী কেরামত আলী নির্বাচিত হন।[১০][১১]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোঃ আবদুল ওয়াজেদ চৌধুরী | ৩৩,১৮৭ | ২৮.৬ | |||
বিএনপি | এ খালেক | ৩০,৪৮৯ | ২৬.৩ | |||
জাতীয় পার্টি | গোলাম মোস্তফা | ১৩,৩৯০ | ১১.৫ | |||
জাকের পার্টি | আক্কাস আলী মিয়া | ১৩,০৮৮ | ১১.৩ | |||
ইউসিএল | আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম | ১১,৭৭৬ | ১০.১ | |||
জামায়াতে ইসলামী | নুরুল ইসলাম | ১০,৩৪৫ | ৮.৯ | |||
বাংলাদেশ জনতা পার্টি | নজরুল হক | ২,১৬০ | ১.৯ | |||
জাসদ | মোঃ মনিরুল হক | ১,১৬০ | ১.০ | |||
স্বতন্ত্র | মুন্সী আবদুল লতিফ | ১৮৭ | ০.২ | |||
স্বতন্ত্র | কামরান হোসেন চৌধুরী | ১৬৪ | ০.১ | |||
জাসদ (সিরাজ) | বিশ্বনাথ কর্মকার | ৮৪ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৬৯৮ | ২.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৬,০৩০ | ৬২.১ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রাজবাড়ী-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ Hakim, Muhammad A. (আগস্ট ১৯৯৪)। "The Mirpur Parliamentary by-Election in Bangladesh"। Asian Survey। 34 (8): 741। জেস্টোর 2645261।
- ↑ আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2।
- ↑ Hasan, Rashidul (৩ জানুয়ারি ২০১৮)। "Council of Ministers: Three new faces sworn in"। The Daily Star। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে রাজবাড়ী-১