লা ইগেরা
অবয়ব
লা ইগেরা La Higuera | |
---|---|
গ্রাম | |
স্থানাঙ্ক: ১৮°৪৭′ দক্ষিণ ৬৪°১৩′ পশ্চিম / ১৮.৭৮৩° দক্ষিণ ৬৪.২১৭° পশ্চিম | |
দেশ | বলিভিয়া |
ডিপার্টমেন্ট | সান্তা ক্রুজ |
প্রদেশ | ভাল্লেগ্রান্দে |
পৌরসভা | পুকারা |
ক্যান্টন | লা ইগেরা |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১১৯ |
লা ইগেরা (স্পেনীয়: La Higuera) বলিভিয়ার বাইয়েগ্রান্দে প্রদেশের একটি ছোটো গ্রাম। এই গ্রামে বিপ্লবী চে গেভারাকে হত্যা করা হয়।
ভূগোল
[সম্পাদনা]এই গ্রামটি সান্তা ক্রুস দে লা সিয়েররার ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও পুকারার ১৫ দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। লা ইগেরা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯৫০ মিটার উঁচুতে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]বলিভিয়ার সেনাবাহিনীর ভাষ্যমতে তারা গেভারাকে ৭ অক্টোবর গ্রেফতার করে এবং তার মৃত্যু হয় ৯ অক্টোবর ১৯৬৭ সাল বেলা ১.১০ টায়। মৃত্যুর এ সময়কাল এবং ধরন নিয়ে মতভেদ এবং রহস্য এখনো আছে।[১] ধারণা করা হয় ১৯৬৭ সালের এই দিনটিতে এই গ্রামে নিরস্ত্র অবস্থায় নয়টি গুলি করে হত্যা করা হয় বন্দী চে গেভারাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- মৃত্যুহীন চে, স্বপ্নবান চে, বাংলানিউজটোয়েন্টিফোর.কম