শেখ জামাল
এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগত সমস্যা রয়েছে। (আগস্ট ২০২৪) |
শেখ জামাল | |
---|---|
জন্ম | ২৮ এপ্রিল, ১৯৫৪ |
মৃত্যু | ১৫ আগস্ট, ১৯৭৫ ধানমন্ডি, ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশ |
পরিচিতির কারণ | মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র |
দাম্পত্য সঙ্গী | পারভিন রোজি |
শেখ জামাল (২৮ এপ্রিল ১৯৫৪ – ১৫ আগস্ট ১৯৭৫) হলেন শেখ মুজিবুর রহমান এর দ্বিতীয় পুত্র।[১] মুক্তিযুদ্ধের সময় তিনি পরিবারের অন্য সদস্যদের সাথে গৃহবন্দী হন। কিন্তু তিনি পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে সক্ষম হন।[২] তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার ছিলেন।
জন্ম ও শিক্ষা
[সম্পাদনা]শেখ জামাল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯৫৪ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে বিএএফ শাহীন কলেজ ঢাকায় পড়াশুনা করে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি গিটার শেখার জন্য একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন এবং একজন ভালো ক্রিকেটার ছিলেন।[৩]
মুক্তিযুদ্ধ
[সম্পাদনা]শেখ জামাল পরিবারের অন্য সদস্যদের (তার মা, দুই বোন, শেখ রাসেল, এম এ ওয়াজেদ মিয়া এবং অন্যান্য) সাথে মগবাজার অথবা কাছাকাছি কোনো এলাকার এক ফ্ল্যাট থেকে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিলেনে ১২ মে ১৯৭১ এবং ধানমন্ডির বাড়ি ২৬, সড়ক ৯এ (পুরনো ১৮) তে বন্দি অবস্থায় ছিলেন। এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্সেস (বিএলএফ), যার নাম পরে হয় মুজিব বাহিনী তে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯ ডিসেম্বর ১৯৭১ শেখ জামাল বাড়িতে ফিরে আসেন।
স্যান্ডহার্স্টের প্রশিক্ষণ ও সেনাবাহিনীতে যোগদান
[সম্পাদনা]১৯৭৪ সালের ২৯ জানুয়ারি রাষ্ট্রীয় সফরে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো বাংলাদেশে আসেন। শেখ জামালের মধ্যে সেনাবাহিনীতে যোগদানের প্রবল আগ্রহ দেখে টিটো তাঁকে যুগোস্লাভ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের প্রস্তাব দেন। ১৯৭৪ সালের বসন্তে ঢাকা কলেজের ছাত্র ও একাত্তরের কিশোর মুক্তিযোদ্ধা শেখ জামাল যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। কিন্তু একেবারে ভিন্ন পরিবেশ, প্রতিকূল আবহাওয়া আর ভাষার অসুবিধার কারণে সেখানকার প্রশিক্ষণের সঙ্গে খাপ খাওয়ানো শেখ জামালের পক্ষে কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে মার্শাল টিটো শেখ জামালকে ব্রিটেনের স্যান্ডহার্স্টে প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেন।[৪]
১৯৭৪ সালের শরতে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সামরিক একাডেমি স্যান্ডহার্স্টে সামরিক প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে শেখ জামাল লন্ডনে গিয়ে পৌঁছান। তবে স্যান্ডহার্স্টের পূর্বশর্ত হিসেবে জামালকে (ব্রিটেনের) আর্মি স্কুল অব ল্যাঙ্গুয়েজ, বেকনসফিল্ড থেকে প্রয়োজনীয় পূর্বপ্রশিক্ষণ (ইংরেজি ভাষার দক্ষতা ও মৌলিক সামরিক বিষয়) গ্রহণের প্রয়োজন পড়ে। স্যান্ডহার্স্টে (১৮১২) ব্রিটিশ সেনাবাহিনীর তরুণ অফিসারদের প্রাথমিক প্রশিক্ষণ পরিচালিত হয়। স্যান্ডহার্স্ট লন্ডনের ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এ সময় স্যান্ডহার্স্টের কমান্ড্যান্ট ছিলেন মেজর জেনারেল রবার্ট ফোর্ড।
১৯৭৫ সালের ২৭ জুন অনুষ্ঠিত হয় স্ট্যান্ডার্ড মিলিটারি কোর্স-৮-এর প্রার্থিত সভরিন (পার্সিং আউট) প্যারেড। বিদেশি ক্যাডেটদের মধ্যে বাংলাদেশ থেকে কমিশন লাভ করেন তিনজন গর্বিত তরুণ। তাঁদের দুজন হলেন—অফিসার ক্যাডেট আলাউদ্দিন মো. আবদুল ওয়াদুদ (পরবর্তী সময়ে মেজর জেনারেল) ও মাসুদুল হাসান (পরবর্তী সময়ে ক্যাপ্টেন)। তৃতীয় তরুণের নাম শেখ জামাল। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র। ১ আগস্ট, ১৯৭৫ থেকে স্যান্ডহার্স্টে রেগুলার ক্যারিয়ার কোর্স শুরু হবার কথা। শেখ জামাল এই প্রশিক্ষণ গ্রহণের সুবর্ণ সুযোগ পেয়েও অংশ নিলেন না। কারণ তাঁর দুই প্রিয় বন্ধু বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। আর ছিল মায়ের জন্য গভীর টান। মাত্র দেড় মাস পর এই সিদ্ধান্তই তাঁর জীবনকে তছনছ করে দেবে, কে জানতো!
স্যান্ডহার্স্ট একাডেমি থেকে ফিরে সেকেন্ড লেফটেন্যান্ট শেখ জামালের পোস্টিং হলো ঢাকা সেনানিবাসের দ্বিতীয় ইস্ট বেঙ্গলে। এখানে তাঁর চাকরিকাল ছিল প্রায় দেড় মাস। কিন্তু এই স্বল্প সময়ে অফিসার ও সৈনিকদের মধ্যে তিনি চমৎকার পেশাগত দক্ষতা ও আন্তরিকতার ছাপ রেখেছিলেন। কয়েক সপ্তাহেই তিনি অফিসার ও সৈনিকদের মধ্যে তাঁদেরই একজন হয়ে ওঠেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্স এর প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার।
মৃত্যু
[সম্পাদনা]শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় জামাল ও তার স্ত্রী রোজি তার পরিবারের অন্যান্য সদস্যদের (বাবা-মা, ভাই, চাচা, ভগ্নিপতি) সাথে নিহত হন।[৫][৬]
নামকরণ
[সম্পাদনা]- শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান, কক্সবাজার, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ
- শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকা, বাংলাদেশ
- শেখ জামাল স্টেডিয়াম, স্টেডিয়াম রোড , ফরিদপুর, বাংলাদেশ
- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ
- শেখ জামাল ধানমন্ডি ক্লাব ক্রিকেট দল, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ
- শহীদ শেখ জামাল যুব প্রশিক্ষণ কেন্দ্র, টুংগীপাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশ
- লে: শেখ জামাল একাডেমিক ভবন, ঢাকা কলেজ, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "34th anniversary of Bangabandhu murder: National Mourning Day today"। The New Nation। ২০০৮-০৮-১৫। ২০১২-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-২২।
Bangabandhu's wife Begum Fazilatunnesa, three sons Sheikh Kamal, Sheikh Jamal and Sheikh Russel...
- ↑ "Sheikh Jamal"। Bangladesh Awami League। ২০০৯-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-২২।
- ↑ "Martyrs of 15th August 1975"। বাংলাদেশ আওয়ামী লীগ। ১২ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০১।
- ↑ "স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমি ও শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০২১-০৪-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২২।
- ↑ "Bangladesh Coup: A Day of Killings"। The New York Times। ২৩ আগস্ট ১৯৭৫।
- ↑ "In pain, in anger"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-২৭।
- ১৯৫৪-এ জন্ম
- ১৯৭৫-এ মৃত্যু
- শেখ পরিবার
- রাষ্ট্রপ্রধানের সন্তান
- ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড
- রাষ্ট্রপতির সন্তান
- আরব বংশোদ্ভূত বাংলাদেশী ব্যক্তি
- বিএএফ শাহীন কলেজ ঢাকার প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্তান
- বাংলাদেশের রাষ্ট্রপতির সন্তান