বিষয়বস্তুতে চলুন

৫ মে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

৫ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৫তম (অধিবর্ষে ১২৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৪০ দিন বাকি রয়েছে।

এই দিনটি উত্তর গোলার্ধে বসন্তকালদক্ষিণ গোলার্ধে শরৎকালের প্রায় মাঝামাঝিতে অবস্থিত।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৫৭০ - ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।
  • ১৭৮৯ - ফরাসী বিপ্লব শুরু হয়।
  • ১৭৯৯ - বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
  • ১৯৩০ - ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।
  • ১৯৩৬ - ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
  • ১৯৪২ - ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।
  • ১৯৪৫ - চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।
  • ১৯৫৫ - জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।
  • ১৯৬১ - প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।
  • ১৯৮১ - দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।
  • ২০০০ - ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।
  • ২০১৩: মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয়। পরে রাতে তাদেরকে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে। এছাড়াও ভোরে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক আচরণের অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]
  • নেদারল্যান্ড: মুক্তি দিবস (দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের হাত থেকে মুক্ত হওয়ার স্মরণে)
  • ডেনমার্ক: মুক্তি দিবস।
  • পালাউ: সিনিয়র সিটিজেন দিবস
  • শিশুদিবস(জাপান, দক্ষিণ কোরিয়া)
  • ইউরোপ দিবস (কাউন্সিল অফ ইউরোপ)
  • আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলিপ্রচার তরঙ্গ, প্রাত্যহিকী অনুষ্ঠান-তারিখ ০৫ মে,২০২১>

বহিঃসংযোগ

[সম্পাদনা]

বিবিসি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মার্চ ২০২৩ তারিখে

নিউইয়র্ক টাইমস