৫ মে
অবয়ব
<< | মে | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | |
২০২৪ |
৫ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৫তম (অধিবর্ষে ১২৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৪০ দিন বাকি রয়েছে।
এই দিনটি উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকালের প্রায় মাঝামাঝিতে অবস্থিত।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১৫৭০ - ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।
- ১৭৮৯ - ফরাসী বিপ্লব শুরু হয়।
- ১৭৯৯ - বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।
- ১৯৩০ - ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।
- ১৯৩৬ - ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।
- ১৯৪২ - ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।
- ১৯৪৫ - চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।
- ১৯৫৫ - জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।
- ১৯৬১ - প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।
- ১৯৮১ - দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।
- ২০০০ - ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।
- ২০১৩: মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয়। পরে রাতে তাদেরকে পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে। এছাড়াও ভোরে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক আচরণের অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়।
জন্ম
[সম্পাদনা]- ১৮১৩ - সোরেন কিয়ের্কেগার্ড, ডেনিশ দার্শনিক এবং লেখক। (মৃ. ১৮৫৫)
- ১৮১৮ - কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা।(মৃ.১৪/০৩/১৮৩৬)
- ১৮৪৬ - হেনরিক শিন্কিয়েউইচ, নোবেল পুরস্কার বিজয়ী পোল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিক। (মৃ. ১৯২২)
- ১৮৮৯ - হার্বি টেলর, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৭৩)
- ১৯০৫ - রঘুনাথ মুর্মূ, ভাষাতত্ত্ববিদ ও সাঁওতালি ভাষার অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত। (মৃ.১/০২/১৯৮১)
- ১৯১১ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী।(মৃ.২৪/০৯/১৯৩২)
- ১৯১৬ - জৈল সিং, ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ও সপ্তম রাষ্ট্রপতি। (মৃ.২৫/১২/১৯৯৪)
- ১৯১৮ - বাণী রায়, বিশিষ্ট কবি ও যশস্বিনী কথাসাহিত্যিক। (মৃ.১৯৯২)
- ১৯২৪ - প্রখ্যাত ভারতীয় বাঙালি নাট্যকার, পরিচালক ও অভিনেতা শেখর চট্টোপাধ্যায়।(মৃ.১৯৯৪)
- ১৯১৮ - পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।(মৃ.১৯৬৫)[১]
- ১৯২১ - আর্থার লিওনার্ড শলো, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৯৯)
- ১৯২৮ - বসন্ত চৌধুরী যুক্তিবাদী সুপণ্ডিত ও বাঙালি চলচ্চিত্রাভিনেতা।(মৃ.২০/০৬/২০০০)
- ১৯৩৩ - কোলি স্মিথ, জামাইকার ক্রিকেটার। (মৃ. ১৯৫৯)
- ১৯৩৮ - আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী।(মৃ.০৮/১০/২০২০)
- ১৯৭৪ - মমতাজ বেগম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য।
- ১৯৭৬ - হুয়ান পাবলো সোরিন, আর্জেন্টিনার সাবেক ফুটবলার।
- ১৯৮০ - ইয়সি বেনায়ন, ইজরাইলি পেশাদার ফুটবলার।
- ১৯৮৩ - হেনরি কেভিল, ইংরেজ অভিনেতা।
- ১৯৮৮ - আডেল, ইংরেজ গায়িকা এবং গীতিকার।
- ১৯৯৯ - জাস্টিন ক্লুইভার্ট, ডাচ ফুটবলার
মৃত্যু
[সম্পাদনা]- ১৮২১ - নেপোলিয়ন বোনাপার্ট ফরাসী শাসক। (জ.১৫/০৮/১৭৬৯)
- ১৯৩০ - মনোরঞ্জন সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা।
- ১৯৬২ - আর্নেস্ট টিল্ডসলে, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৮৮৯)
- ১৯৯৫ - মিখাইল বোতভিনিক, রাশিয়ান দাবা খেলোয়াড় এবং কোচ। (জ. ১৯১১)
- ২০০৬ - নওশাদ আলী, ভারতীয় সঙ্গীত পরিচালক।
- ২০০৭ - থিওডোর হ্যারল্ড মাইম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী। (জ. ১৯২৭)
- ২০১৬ - মাহফুজুর রহমান, হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের নির্বাচন কমিশনের সাবেক কমিশনার
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- নেদারল্যান্ড: মুক্তি দিবস (দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের হাত থেকে মুক্ত হওয়ার স্মরণে)
- ডেনমার্ক: মুক্তি দিবস।
- পালাউ: সিনিয়র সিটিজেন দিবস
- শিশুদিবস(জাপান, দক্ষিণ কোরিয়া)
- ইউরোপ দিবস (কাউন্সিল অফ ইউরোপ)
- আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলিপ্রচার তরঙ্গ, প্রাত্যহিকী অনুষ্ঠান-তারিখ ০৫ মে,২০২১>
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৫ মে সংক্রান্ত মিডিয়া রয়েছে।
বিবিসি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মার্চ ২০২৩ তারিখে
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |