ফুলপুর পৌরসভা
ফুলপুর পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
ফুলপুর | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ফুলপুর উপজেলা |
সরকার | |
• মেয়র | শশধর সেন[১] (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৩৯.১৪ বর্গকিমি (৯২.৩৩ বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.৯৫ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ফুলপুর পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।
অবস্থান
[সম্পাদনা]ফুলপুর পৌরসভা ময়মনসিংহ জেলা শহর হইতে ৩০ কি.মি. উত্তরে অবস্থিত। উত্তরে ফুলপুর সদর ইউনিয়ন, দক্ষিণে পয়ারী ইউনিয়ন, পূর্বে রূপসী ইউনিয়ন এবং পশ্চিমে পয়ারী ইউনিয়ন। ফুলপুর পৌর এলাকার মধ্যদিয়ে অতিক্রম করেছে হালুয়াঘাট-ফুলপুর সংযোগ সড়ক এবং শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক। ফুলপুর পৌর এলাকার মধ্য দিয়ে অতিক্রান্ত সড়কটি রাজধানী ঢাকাসহ গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর,নেত্রকোণা ও কিশোরগঞ্জ ভৈরব পর্যন্ত বিস্তৃত। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও অন্যান্য সংযোগ সড়কের মাধ্যমে ফুলপুর পৌরসভা দেশের সকল জেলা ও উপজেলার সাথে সংযুক্ত হয়েছে।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]ফু্লপুর পৌরসভায় ০৯ টি ওয়ার্ড রয়েছে।এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ফুলপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৩০০ টি নির্বাচনি এলাকার ১৪৭ নং আসন ময়মনসিংহ-২ এর অংশ।
জনসংখ্যা
[সম্পাদনা]- লোক সংখ্যার ঘনত্ব: ১,৮৪৮ (প্রতি বর্গ কিলোমিটারে)
- মোট ভোটার সংখ্যা: ২,৪৫,৬৪৪ জন
- পুরুষভোটার সংখ্যা: ১,১৭,৫৪০ জন
- মহিলা ভোটার সংখ্যা: ১,২৮,১০৪ জন
- বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার = ১.৩০%
- মোট পরিবার(খানা) = ৮২,৯৭০ টি
অর্থনীতি
[সম্পাদনা]ফুলপুর পৌর এলাকাতে প্রচুর পরিমাণ মৌসুমী ফসল চাষ হয়। যা এখানকার স্থানীয় চাহিদা পুরনের পর দেশের অন্যান্য অঞ্চলে রপ্তানি করা হয়ে থাকে। এছাড়া পৌর এলাকায় অনেক ফল বাগান রয়েছে, যা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে।
পরিবহন ও যোগাযোগ
[সম্পাদনা]পোস্ট অফিস/সাব পোঃ অফিস :০৩ টি।
উপাসনালয়
[সম্পাদনা]- এতিমখানা : ০৩ টি।
- মসজিদ: ৫১ টি।
- মন্দির: ১৩ টি।
হাট-বাজার
[সম্পাদনা]প্রধান বাজার হচ্ছে আমুয়াকান্দা;
- হাট-বাজার: ০৫টি
- ব্যাংক শাখা: ০৭ টি
- পশুর হাট:০৪ টি
শিল্প
[সম্পাদনা]- কুটির শিল্প: ৩৪টি
- বৃহৎ শিল্প: ০২টি
স্বাস্থ্য
[সম্পাদনা]পৌর এলাকায় ০১ টি সরকারি হাসপাতাল ও ০৫টি বেসরকারি ক্লিনিক রয়েছে।
নদ-নদী
[সম্পাদনা]দর্শনীয় স্থান
[সম্পাদনা]- শাপলা ডোবা (আমুয়াকান্দা)
- আমুয়াকান্দা বাজার জামে মসজিদ
- সাহাপাড়া পুরাতন মন্দির
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান মেয়র: শশধর সেন[১] (২০২১-বর্তমান)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ফুলপুর পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী শশধর মেয়র নির্বাচিত"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৪।