লায়লা আলী
অবয়ব
লায়লা আলী | |
---|---|
জন্ম | লায়লা আমারিয়া আলী ৩০ ডিসেম্বর ১৯৭৭ ফ্লোরিডার মিয়ামি বিচ, যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | আমেরিকান |
অন্যান্য নাম | She Bee Stingin'[১] |
পরিসংখ্যান | |
ওজন | সুপার মিডিলওয়েট ও হালকা হেভিওয়েট |
উচ্চতা | ৫ ফু ১০ ইঞ্চি (১৭৮ সেমি) |
নাগাল | ৭০.৫ ইঞ্চি (১৭৯ সেমি)[১] |
অবস্থান | অর্থোডক্স |
মুষ্টিযুদ্ধের তথ্য | |
মোট লড়াই | ২৪ |
জয় | ২৪ |
নকআউট দ্বারা জয় | ২১ |
পরাজয় | ০ |
ড্র | ০ |
ফলাফলহীন | ০ |
ওয়েবসাইট | http://www.lailaali.com |
লায়লা আলী (জন্মঃ ৩০ ডিসেম্বর, ১৯৭৭) একজন আমেরিকান নারী বক্সার। যিনি কখনো কোন লড়াইয়ে পরাজিত হন নি। প্রয়াত হেভি ওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর তৃতীয় স্ত্রী ভেরোনিকার সন্তান তিনি। লায়লা তার বাবার নয় সন্তানের মধ্যে অষ্টম ও কনিষ্ঠ মেয়ে। [২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]লায়লা আলী ১৯৭৭ সালের ৩০ ডিসেম্বর ফ্লোরিডার মিয়ামি বিচে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত হেভি ওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীর তৃতীয় স্ত্রী ভেরোনিকার ঘরে জন্মগ্রহণ করেন তিনি। যখন তার বয়স ৮ বছর তখন তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। প্রথম দিকে তিনি সেলুন ব্যবসায় মনোনিবেশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে বাবার পদাঙ্কও অনুসরণ করে তিনি বক্সিংয়ে পা রাখেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Laila Ali Awakening Profile"। Awakeningfighters.com। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৭।
- ↑ "Laila Ali Biography"। Women's Boxing। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১২।
- ↑ "বাবার মেয়ে লায়লা আলী"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]