.বিবি
অবয়ব
(.bb থেকে পুনর্নির্দেশিত)
প্রস্তাবিত হয়েছে | ১৯৯১ |
---|---|
টিএলডি ধরন | কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | টেলিকমস ইউনিট |
প্রস্তাবের উত্থাপক | বারবাডোস |
উদ্দেশ্যে ব্যবহার | অস্তিত্বের সাথে সম্পর্যুক্তক বার্বাডোস |
বর্তমান ব্যবহার | বারবাডোসে ব্যবহার |
নিবন্ধনের সীমাবদ্ধতা | বারবাডোজের নাগরিক ও বারবাডোজে নিবন্ধিত কম্পানির জন্য সংরক্ষিত। |
কাঠামো | নিবন্ধনের জন্য সরাসরি .বিবি এর আওতায় বা দ্বিতীয় স্তরের অধীনে তৃতীয় স্তরে আবেদনের সুযোগ দেওয়া হয়। |
নথিপত্র | .bb domain registration form, Policies and agreement, Terms of Service |
ওয়েবসাইট | .বিবি নিবন্ধন |
.বিবি বারবাডোজের কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন নাম, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। .বিবি প্রকাশ হওয়ার পর থেকে এটি কয়েকটি সংস্থা নিয়ন্ত্রণ করেছ। প্রথম এটি নিয়ন্ত্রণ করত পোয়ের্তরিকা বিশ্ববিদ্যালয়। ১৯৯৬ সালে এর নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বারবাডোজ সরকার ক্যাবল ও ওয়ারলেস লিমিটেডের নাম ঘোষণা করে। ২০০৭ সালে এর নিয়ন্ত্রণ দেওয়া হয় টেলিকমস ইউনিটকে।[১]
দ্বিতীয় স্তর অথবা তৃতীয় স্তরের ডোমেইন নামের জন্য বছরে $১২০ করে দিতে হয়।.[২] বর্তমানে বারবাডোজে কোন ধরনের যোগাযোগ ব্যতীত বাণিজ্যিক কাজের জন্য ডোমেইন দেওয়া হয় না।
কার্যকাল
[সম্পাদনা]- সেপ্টেম্বর,১৯৯১ – পোয়েরতরিকো বিশ্ববিদ্যালয়কে .বিবি ডোমেইন নাম পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হয়।
- ১৯৯৬ – পোয়ের্তরিকো বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে .বিবি ডোমেইন পরিচালনার দ্বায়িত্ব ক্যাবল ও ওয়ারলেসকে দেওয়া হয়।
- ১৬ অক্টোবর, ২০০১: – বারবাডোজ সরকার এবং ক্যাবল ও ওয়ারলেস ভবিষ্যতে .বিবি ডোমেইন কে পরিচালনা করবে সে সম্পর্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
- নভেম্বর, ২০০৭ – বারবাডোজ সরকার ক্যাবল ও ওয়ারলেস এর কাছ থেকে .বিবি ডোমেইনের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "IANA Report on the Re-delegation of the .BB Top-Level Domain - 2007"।
- ↑ "Domain Registration Licences (TUL152) are renewed annually at a fee of $120"। ১৮ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- IANA .bb whois information
- The Min. of Finance, Investment, Telecommunications and Energy (MFIE)
- whois.telecoms.gov.bb - At the Min. of Finance, Investment, Telecommunications and Energy (MFIE)
- Whois search tool for registered .bb ccTLDs
- Redelegation of the .BB Top-Level Domain November 2007
ইন্টারনেট ডোমেইন নাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |