I'm so proud that Thai industry is taking bls to a level like this. This bl is the best bl of 2023 for Me. The acting, storytelling, the production everything was top notch. Can't wait for the season 2. Each and every scene touched my heart.

I'm so proud that Thai industry is taking bls to a level like this. This bl is the best bl of 2023 for Me. The acting, storytelling, the production everything was top notch. Can't wait for the season 2. Each and every scene touched my heart.
#৮/১২_বিনয়_বাদল_দীনেশ
মাত্র দু'দিন আগে ফেসবুক খুলে দেখতে পাই সিনেমাটির রিভিউ এবং প্রায় প্রত্যেকেই লিখেছেন "বাঙালী ভালো ছবি বাংলায় হয় না বলে অভিযোগ করবে এদিকে ভালো ছবি হলে দেখতে যাবে না।" হ্যাঁ এটা থেকেই আমি সিনেমাটা সম্বন্ধে জানতে পারি। সিনেমাটি সেইভাবে প্রমোশনের সুযোগ পায়নি বলেই হয়তো আমার ফোনের স্ক্রীনে সিনেমাটা যে তৈরি হয়েছে এবং সিনেমাহলে এসে গেছে সেই নিয়ে কোনো তথ্যও আসেনি। হয়তো তাহলে আরো আগে গিয়ে দেখে আসতাম।
যাই হোক, এই যে বাঙালী ভালো সিনেমা হচ্ছে জেনেও দেখতে যাচ্ছে না…
If you want Dark Academis it's here for you. Loved it.
Always will be my best film. One of the best picture of decades.
ছোট আর্টিস্টদের সাপোর্ট করবো। জিজ্ঞেস করুন 'Devi' নামক শর্ট ফিল্ম দেখেছেন?? একগাল হেসে বলবে, ওমা দেখবো না!! কাজল আছে ওতে, তার উপর মেয়েদের উপর rape নিয়ে কি মারাত্মক বানিয়েছে। একেবারে বাস্তব ইত্যাদি ইত্যাদি। এরপরেই জিজ্ঞেস করুন, Sisak শর্ট ফিল্মটা দেখেছেন?? উত্তর আসবে, সেটা কি, ওতে কে আছে??
যাই হোক, তো এই শর্ট ফিল্ম ব্যাপারটা আমার খুব পছন্দের। কম সময় লাগে আবার সহজলভ্য। প্রচুর শর্ট ফিল্ম youtube এই আছে যাদের প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউস কারণ, স্টারকাস্ট। কিছু কিছু ক্ষেত্রে storyline ও…
#Beautiful_boy
বেশ কিছুদিন আগে Beautiful Boy সিনেমাটি দেখি আমি। দেখার মূল কারণ ছিল, আমার প্রিয় অভিনেতা Timothee Chalamate। মনে আছে, শেষ হওয়ার পর তুমুল কেঁদেছিলাম এবং এখনও যতবার শেষ দৃশ্যটা মনে আসে কেঁদে ফেলি।
Beautiful Boy একটি American biographical Drama film, যা 2018 সালে Amazon Studio তে release হয়। সিনেমাটি দুটি memoir বইয়ের উপর ভিত্তি করে তৈরী, যেগুলি হল, "Beautiful Boy: A father's journey through his son's addiction" by David Sheff এবং "Tweak: growing up on Methamphetamines" by Nic Sheff.…
'The legend of the blue sea' দেখে K-drama বা Korean webseries দেখবো না বলে ঠিক করা সেই আমি দেখে শেষ করলাম Vincenzo। দেখার প্রথম কারণ IMDB rating 8.6, জানার খুব কৌতূহল হলো এতো ভালো রেটিং কেন। দেখার দ্বিতীয় কারণ, আমার আশেপাশের সবাই যারা জানে আমি হাজারবার বললেও কোনো kdrama দেখবো না তারাও বলতে লাগলো আমার এটা অবশ্যই দেখা উচিৎ। এবং সত্যি বলতে তারা খুব একটা ভুল বলেনি।
হ্যাঁ এই সিরিজ আমার kdrama এর ধারণা বদলেছে। যদিও খুঁত সবেতেই থাকে তাই…
Harry Potter একটা স্বপ্ন, একটা অন্য নগরী যে নগরীতে বাঁচতে চেয়েছিল দুনিয়ার প্রত্যেকটা ফার্স্ট না হওয়া, অসাধারণ না হওয়া ছেলে মেয়েরা। যাদের কাছে বেঁচে থাকা মানে ছিল ক্লাসের কোনো এক বেঞ্চে চুপচাপ বসে থাকা। যাদের কপালে জোটেনি অসাধারণ একটা পরিবার। যারা প্রকৃত অর্থে misfits। তারা স্বপ্ন দেখতো একদিন তারাও পারবে Harry এর মতো, ঠিক পারবে। তাদেরও জীবনে ঠিক ঘটবে কিছু না কিছু ম্যাজিক। তাদেরও দরজায় আসবে হগওয়ার্টসের চিঠি। তারাও পেরোবে সেই অদৃশ্য প্ল্যাটফর্ম। তারা এখনও স্বপ্ন দেখে।
আমি সেরকমই একজন…
This review may contain spoilers. I can handle the truth.
*******SPOILER ALERT********
(ONLY READ IF YOU'VE WATCHED THE FILM)
.
.
.
কিছু সিনেমা হয় যাদের নিয়ে লিখতে গেলে মনে হয় আদৌ কি আমার কাছে জুতসই শব্দ আছে এমন অসাধারণ সৃষ্টিকে ঠিকভাবে বর্ণনা করার আবার একইসাথে মনে হয় সমস্ত অনুভুতিটা লিখে না ফেললে কি করে সবাইকে চেঁচিয়ে বলবো সিনেমাটা দেখতে। The Power Of The Dog সেরকমই একটি অসাধারণ সিনেমা, (সিনেমা বললে খানিক কম বলা মনে হয়, কবিতা বললে যথাযথ হবে), যাকে নিয়ে আমি অনেককিছু লিখতে চাই আবার পারছিও না ঠিক…