Favorite films
Don’t forget to select your favorite films!
Don’t forget to select your favorite films!
মুভির নিয়ে নিজের অনুভূতি শেয়ার করার আগে মুভির জন্য যেই প্রমোশনাল গানটি Meghdol দলটি গেয়েছে সেটার দুই লাইন লিখে নেই।
এই হাওয়া আমায় নিবে কত দূরে?
এই হাওয়া আমি এখানে।
এইবার মুভিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করা যাক। মুভিটি নিয়ে আমি আগ্রহ নিয়ে বসে ছিলাম সেই শুটিং চলাকালের কিছু খবর পেয়ে এর মূল কারণ ছিলো চঞ্চল চৌধুরী তার মুভির জন্য আমি মোটামুটি আগ্রহ প্রকাশ করেই থাকি কারণ সে এখন পর্যন্ত আমাকে হতাশ করেনি তার মুভি সিলেকশন বেশ ভালো তাই। আর…
মুভিটি নিয়ে যতোটুকু আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি। মুভির গল্প হলো কুসংস্কার উপর নির্ভর করে তা পরিচালক বেশ ভালো ভাবে উপস্থাপন করতে পেরেছে। মুভিতে সকলের অভিনয় বেশ ভালো ছিলো। আমার কাছে মুভিটি অসাধারন লেগেছে। বাংলাদেশে তৈরি করা ভালো মুভির গুলোর একটির ভিতরে আমি মুভিটি কে রাখবো। মুভির চিত্রনাট্য বেশ ভালো ছিলো। সকল মুভি লাভারের উচিত হলে গিয়ে এই মুভিটি দেখা!