Favorite films
Don’t forget to select your favorite films!
Don’t forget to select your favorite films!
মাত্র ১ঘন্টা ৪০মিনিটের একটা সিনেমা কিন্তু এ সিনেমার অসাধারণত্ব অন্য মাত্রার। বর্তমান সময়ের প্রবাসীদের অবস্থা তুলে ধরা হয়েছে। আইডেন্টিটি ক্রাইসিসের ব্যাপারটা এখানে ভালো মতো ফুটে উঠেছে। লাশ নিয়ে এ জায়গা থেকে ও জায়গায় যাওয়ার মধ্যেই মূলত সিনেমার পটভূমি। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের উৎকন্ঠা বজায় রাখার মতো সিনেমা। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর অভিনয় দারুণ ছিলো। বিশেষ করে ফজলুর রহমান বাবু, মোশারক করিম এবং শহীদুজ্জামান সেলিমের অভিনয় আসলে কোন মাত্রার ছিলো তা আসলে যারা সিনেমাটা দেখবে শুধুমাত্র তারাই বুঝতে পারবে! তৌকির আহমেদ…