এর আগে মিয়াজাকিকে নিয়ে যেই ডকু দেখেছিলাম, সেটার অনেকখানি জুড়ে ছিল তাকাহাতা। দুইজন ব্যস্ত মানুষ, কথাবার্তা তেমন বলেন না। দুজনের তখন কাজ করে কূল পাচ্ছেন না, তাকানোর সময় কই মার্কা অবস্থা। তাঁদের সম্পর্ক খুব কেজো, এরকমই মনে হয়েছিল 10 Years with Hayao Miyazaki (2020) দেখে।
কিন্তু, মিয়াজাকির নতুন যেই ‘শেষ’ (কয়টা জানি শেষ সিনেমা বানালো! আরো একটার কাজ শুরু করেছে) সিনেমা অস্কার পেলো, সেই সিনেমার মেকিং এর ডকু নিয়ে এতো এতো ভালো কথা শুনে ও পড়ে আমি অবাক হচ্ছিলাম। মনে…